• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

মায়া, কামরুল ও লিটন আ. লীগের সভাপতিমণ্ডলীতে 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৯:০১ পিএম
মায়া, কামরুল ও লিটন আ. লীগের সভাপতিমণ্ডলীতে 

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের নীতিনির্ধারণী সর্বোচ্চ পর্ষদ সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

একাদশ সংসদ নির্বাচনে মায়া চৌধুরী মনোনয়ন পাননি। আওয়ামী লীগের এবারের শাসন আমলেই তাকে বিবেচনায় আনেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাদশ সংসদ নির্বাচনে অ্যাডভোকেট কামরুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হলেন বর্তমান মন্ত্রিসভায় স্থান পাননি। ২০০৮ সালের সংসদ নির্বাচনে জিতে আইন প্রতিমন্ত্রী এবং ২০১৪ সালে তাকে খাদ্যমন্ত্রী করা হয়। তবে এবার তিনি মন্ত্রিপরিষদে জায়গা পাননি।

খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নন। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি মুক্তিযুদ্ধ পরিচালনাকারী স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রী এএইচএম কামারুজ্জামানের ছেলে।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!