• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মসজিদে যেতে মানতে হবে নির্দেশনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০১:১১ পিএম
মসজিদে যেতে মানতে হবে নির্দেশনা

করোনাভাইরাস সংক্রমণে ঊর্ধ্বগতির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন ৫ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনায় মসজিদে যাওয়ার ক্ষেত্রেও নির্দেশনা মানতে হবে বলে জানানো হয়।

শুক্রবার (২১ জানুয়ারি) সকালে এ ৫ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, বাজার, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রশাসন/আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মনিটর করবে।

সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী এই সময় আগামী দুই সপ্তাহের জন্য় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দেন। সেই সঙ্গে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি লোক অংশ নিতে পারবে না বলেও জানান। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের অর্ধেক জনবল নিয়ে কাজ করার নির্দেশনাও দেন।

Link copied!