• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মশক নিধনে অবহেলার প্রমাণ পেলেই ব্যবস্থা: মেয়র আতিক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০৮:৪৩ এএম
মশক নিধনে অবহেলার প্রমাণ পেলেই ব্যবস্থা: মেয়র আতিক

কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি কর্তৃপক্ষ জানায়, সপ্তাহের শুক্রবার ও শনিবার ছাড়া মোট ৫ দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ মশক নিধন অভিযান চলবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর রূপনগর এলাকায় বিশেষ এই অভিযানের উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল ইসলাম বলেন, "কারও একার পক্ষেই মশা দূর করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই মশার বংশবিস্তার রোধ করা যাবে।

মেয়র আরও বলেন, রাজধানীতে মশক নিধন অভিযান শুরু হয়েছে। ডিএনসিসির কোনো কর্মকর্তার বিরুদ্ধে মশক নিধনের দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। স্থানীয় কাউন্সিলরসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকেও নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।"

মেয়র আতিকুল ইসলাম বলেন, "ক্ষমতাকে ভোগ করার জন্য নয়, নগরপিতা হিসেবেও নয়, নগরবাসীর সেবক হিসেবেই কাজ করে যেতে চাই।"

Link copied!