• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মনিজা স্কুলের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা অনিশ্চিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৩:০৪ পিএম
মনিজা স্কুলের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা অনিশ্চিত

রাজধানীর গেন্ডারিয়ার মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এসএসসির রেজিস্ট্রেশন করতে না পারায় তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা বলেন, এসএসসি পরীক্ষার্থী ৫৮০ জনের রেজিস্ট্রেশন করা হয়নি। তাই এসএসসি পরীক্ষা দেওয়ার দাবি ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লুৎফন্নাহারের পদত্যাগও দাবি করছেন শিক্ষার্থীরা। 

রোববার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানান তারা।

ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, “আমরা ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। ক্লাস নাইনে আমাদের রেজিস্ট্রেশনের জন্য সব টাকা নেওয়া হলেও আমাদের রেজিস্ট্রেশন করা হয়নি। ফলে আমরা এসএসসি পরীক্ষা দিতে পারব কি না জানি না। আমাদের দশ বছরের শিক্ষা জীবন হুমকির মুখে। এখন কী হবে না হবে আমরা জানি না। আমাদের ভবিষ্যৎ কী?”

শিফা নামের আরেক শিক্ষার্থী বলেন, “আমাদের অন্য স্কুলের সব বন্ধুরা পরীক্ষা দিয়ে কলেজে উঠবে। আমরা স্কুলেই থেকে যাব। আমাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে গেল। যে কোন মূল্যেই হোক আমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক।” 

অভিভাবকরা বলেন, এ অধ্যক্ষ এক সঙ্গে দুই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। বোর্ড থেকে আমাদের বলা হয়েছে, তার পদত্যাগ না হলে এসব শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবে না। আমাদের দাবি, প্রিন্সিপাল শামসুন্নাহার পদত্যাগ করবে এবং আমাদের সন্তানদের পরীক্ষার নিশ্চয়তা দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অধ্যক্ষ শামসুন্নাহার রেজিস্ট্রেশনের সব টাকা-পয়সা নিয়ে এখন গা-ঢাকা দিয়েছে। আমরা এ ব্যাপারে বেশ কয়েকবার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি শুধু আশ্বাস দিয়েছেন, কোনো ধরনের সমাধান দেননি। এই ব্যাপারে আমরা গেন্ডারিয়া থানায় যোগাযোগ করা হলেও তারা আমাদের কোনো ধরনের সহায়তা করেননি।”

শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে। ২০ মিনিট ধরে রাস্তা অবরোধ করে রাখায় প্রেস ক্লাবের সামনের সড়ক, পল্টন এবং মৎস্য ভবন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন এবং অভিভাবকদের হস্তক্ষেপে সড়ক থেকে উঠে এসে প্রেসক্লাবের সামনে পুনরায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

Link copied!