• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

মতিঝিলে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ড


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ১২:২৪ পিএম
মতিঝিলে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ড

রাজধানীর মতিঝিলে মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। বেলা সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরে আগুন অপর বাসে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে গ্যারেজে তাকা সিল্কলাইনের দুটি বাস রাখা ছিল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টা মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর আসে। ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

এর আগে শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোর ভেতরে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাওয়ার পর চারটি ইউনিট পাঠানো হয়। ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি বাস পুড়ে ক্ষতি হয় ১০ লাখ টাকা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!