• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

মগবাজার ট্র্যাজেডি: নিহতের সংখ্যা বেড়ে ৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:০০ পিএম
মগবাজার  ট্র্যাজেডি: নিহতের সংখ্যা বেড়ে ৭

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে নিহতের সংখ্যা সাতজন হয়েছে।

সোমবার (২৮ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে তিনজনের মৃত্যুর কথা জানায় পুলিশ। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

এ ঘটনায় আহত ও দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক। তাদের মধ্যে ২৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ১০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

বাকিদের মগবাজারের আশপাশে কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। তাদের বেশির ভাগই পথচারী বলে জানা গেছে।

রাজধানীর মগবাজারে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। তাৎক্ষণিকভাবে এদের পরিচয় জানা যায়নি। দগ্ধ ১৭ জন‌কে শেখ হা‌সিনা বার্ন অ্যান্ড প্লা‌স্টিক সার্জা‌রি ইন‌স্টি‌টিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, বার্ন ইউনিটে ভর্তি ১৭ জনের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। তাদের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। আর বাকি ১৪ জনের দগ্ধ কম, তবে তাদের শরীরে কাটা, ছেড়া আছে। আর দুজনকে মৃত অবস্থায় বার্ন ইউনিটে আনা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!