• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

মগবাজার বিস্ফোরণের ধংসস্তুপ থেকে বেরোচ্ছে গ্যাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:০৪ পিএম
মগবাজার বিস্ফোরণের ধংসস্তুপ থেকে বেরোচ্ছে গ্যাস

রাজধানীর মগবাজারে ওয়ারলেস গেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে গ্যাস নির্গত হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে নিয়োজিত রয়েছে। রোববার সকালে ধ্বংসস্তূপ থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি দেখতে পান রমনা থানার টহলরত পুলিশ সদস্যরা। পরে তারা ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেন। 

রোববার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম জানান, সকাল সাড়ে ৯টায় গ্যাস বের হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। গ্যাস বের হওয়ার কারণ অনুসন্ধান ও তা বন্ধের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে, খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে আসেন। একইসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোকজন।

গত ২৭ জুন (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। বাসে, গাড়িতে, ভবনে, পথে থাকা শতাধিক মানুষ এতে আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!