• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ভ্রাম্যমাণ আদালতে জরিমানার ঘটনায় অভিনেত্রীর রিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১২:২৯ পিএম
ভ্রাম্যমাণ আদালতে জরিমানার ঘটনায় অভিনেত্রীর রিট

অমর একুশে গ্রন্থমেলায় মডেল-অভিনেত্রী নাজিফা তুষিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ওই ঘটনার মুহূর্তে টেলিভিশন সাংবাদিকদের ধারণ করা ভিডিও সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন দায়ের করা হয়। আইনজীবী বদরুদ্দোজা বাবু রিট আবেদনটি দায়ের করেন।

জানা যায়, মেলা শুরুর পঞ্চম দিন গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে করোনা বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি কার্যকরবিষয়ক অভিযান পরিচালনা করছিল ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় দর্শনার্থী ও প্রকাশনীর বিক্রয় প্রতিনিধিদের অপরাধের মাত্রা বুঝে অর্থদণ্ড দেওয়া হয়।

ওইদিন একটি বইয়ের মোড়ক উন্মোচন অতিথি হিসেবে অংশ নিতে মেলায় গিয়েছিলেন মডেল-অভিনেত্রী নাজিফা তুষি। মাস্ক ব্যাগে রেখে ঘোরাঘুরির এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের নজরে পড়েন ‘আইসক্রিম’ খ্যাত এ অভিনেত্রী। এ সময় তুষিকে ২০০ টাকা অর্থদণ্ড করে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একজন নির্বাহী হাকিমের সঙ্গে তুষির তর্কে জড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিক্রিয়া দেখান অভিনেত্রী। ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ঘটনার ভিডিও ধারণ করলে মেজাজ হারিয়ে তুষি হাকিমকে বলেন, তাকে কেন জনসম্মুখে ‘হেনস্তা’ করা হচ্ছে।

এসময় তুষির উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা বলেন, এখানে আদালত পরিচালনা হচ্ছে, এটি কোনো শুটিং নয়। আপনি স্বাস্থ্যবিধি মানছেন কিনা, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা দেখছি। আপনাকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২০০ টাকা অর্থদণ্ড দিচ্ছি।

এ বিষয়ে নাফিজা তুষি গণমাধ্যমকে বলেন, “আমি ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম, আমার যদি কোনো পানিশমেন্টও হয় সাইডে গিয়ে কথা বলেন। কিন্তু উনি বিষয়টি বারবার ঘোরাচ্ছিলেন। আমি দেখছিলাম, সামনে ভিডিও করা হচ্ছে। আমি ফাইনও দিয়েছি। মেলায় আরও মানুষ ছিল, যারা মাস্ক পরে নাই। সেটাও বলছি না। কিন্তু পারমিশন ছাড়া বিষয়টি কেন ভিডিও করবে?”

বইমেলা কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় অংশ নিতে হবে দর্শনার্থীদের। আর বই বিক্রেতাদের জন্য বাধ্যতামূলক মাস্ক পরা, টিকা সনদ যাচাইয়ের নির্দেশনা দিয়েছিল মেলা কর্তৃপক্ষ।

২০১৬ সালে ‘আইসক্রিম’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তুষি। ‘নেটওয়ার্কের বাইরে’ শিরোনামের একটি ওয়েব সিরিজেও কাজ করেন তিনি। তার একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়।

২০১৪ সালে একটি সৌন্দর্য বিষয়ক প্রতিযোগিতা থেকে শোবিজ অঙ্গনে উঠে আসেন তুষি। নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপন ও টিভি নাটকে।

Link copied!