• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

ভারতের উপহারের ১০৯ অ্যাম্বুলেন্সের মধ্যে ৩১ হস্তান্তর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৯:১২ পিএম
ভারতের উপহারের ১০৯ অ্যাম্বুলেন্সের মধ্যে ৩১ হস্তান্তর

বাংলাদেশ সরকারের কাছে উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৩১টি হস্তান্তর করেছে ভারত। এর মধ্যে কিছু চিকিৎসাসামগ্রীও রয়েছে। 

মঙ্গলবার (১৭ আগস্ট) ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

জানা যায়, গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রথম চালানের অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো শিগগিরই পাঠানো হবে।

চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন ফেস মাস্ক, অক্সিজেন ফ্লো মিটার, নন-রিব্রিদার মাস্ক, পালস অক্সিমিটার ডিভাইস, হাই ফ্লো নাজাল ক্যানুলা, ১০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন তরল মেডিকেল অক্সিজেন সিলিন্ডার, ৪৫ লিটার ধারণক্ষমতাসম্পন্ন এলএমও সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ইনফ্রা থার্মোমিটার।

Link copied!