• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভাড়া নিয়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৫:৩২ পিএম
ভাড়া নিয়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : কাদের

নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যেন যাত্রীদের থেকে কোনোভাবেই আদায় করা না হয় এ বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকদের হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

সোমবার (৮ নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না।”

ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

বিএনপি নেতারা বলেছেন তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে—এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “মণ্ডপে যারা হামলা করেছে, আগুন জ্বালিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে যারা; তারা বিএনপির ভাষায় দেশপ্রেমিক।”

ওবায়দুল কাদের আরো বলেন, “অভিযুক্তদের দেশপ্রেমিককর্মী বলে বাঁচানোর চেষ্টা করছে বিএনপি। পূজামণ্ডপে যারা হামলা করেছে ভিডিও ফুটেজ দেখে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।”

Link copied!