• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বৃদ্ধাকে ধাক্কা দেওয়া ট্রাকটি ডিএসসিসির নয়, জানালেন কর্মকর্তা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৬:৪৪ পিএম
বৃদ্ধাকে ধাক্কা দেওয়া ট্রাকটি ডিএসসিসির নয়, জানালেন কর্মকর্তা

রাজধানীর মোহাম্মদপুরে এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাজে ব্যবহৃত ময়লার ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে ব্যানারযুক্ত থাকা স্বত্বেও ময়লার ট্রাকটি ডিএসসিসির না বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদপুর থানার সামনে বৃদ্ধাকে ধাক্কা দেওয়া ট্রাকটি দাঁড়িয়ে আছে। ট্রাকের সামনে একটি ব্যানারে লেখা আছে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গভীর নর্দমার জরুরি পরিষ্কার কাজে নিয়োজিত’।

এ সময় ডিএসসিসির এক কর্মকর্তাকে দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “দুর্ঘটনার বিষয়টি জানার পর আমাকে সিটি করপোরেশন থেকে মোহাম্মদপুর থানায় পাঠানো হয়েছে। এটি সিটি করপোরেশনের গাড়ি নয়। গাড়িটি টেন্ডারের মাধ্যমে সিটি করপোরেশনের ড্রেন এবং ময়লা ফেলার কাজ করত।”

ওই কর্মকর্তার কথার সত্যতা পাওয়া যায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতার কাজ করেন শাহনাজ বেগমের সঙ্গে কথা বলে। শাহনাজ বেগম বলেন, “আমরা ড্রেন পরিষ্কারের কাজ করি। রাতে ড্রেন পরিষ্কারের পর ট্রাকে করে সেই ময়লা নিয়ে যাওয়া হয়।”

এর আগে সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন আল্লাহ করিম মসজিদের সামনে ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আরজু বেগম (৬০)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত আরজু বেগমের মেয়ের জামাই জয়নাল বলেন, “আমার শাশুড়ি গুলশানে চাকরি করেন। তিনি সকালে বাসা থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে গুলশান যাচ্ছিলেন। পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সিটি কর্পোরেশনের একটি ট্রাক পেছন থেকে শাশুড়িকে ধাক্কা দেয়। ওই সময় একজন আমাকে ফোন দিয়ে বিষয়টি বলেন। সঙ্গে সঙ্গে আমি এসে দেখি কয়েকজন মিলে আমার শাশুড়িকে হাসপাতালে নিয়ে গেছেন।”

বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান। তিনি বলেন, “সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত নারীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরাও আছেন।” 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, “দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়। ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালক রতনকে (৩০) আটক করা হয়েছে। এ বিষয়ে ডিএসসিসির সঙ্গে কথা বলে আইনাননুগ ব্যবস্থা নেব।”

Link copied!