• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

বেড়েছে সবজি ও পেঁয়াজের দাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৩, ২০২২, ০৩:০১ পিএম
বেড়েছে সবজি ও পেঁয়াজের দাম

সারা দেশে সয়াবিন তেলের নাটকীয়তার মধ্যে অন্যান্য জিনিসপত্রের দামের খোঁজ হয়তো অনেকেই নিচ্ছেন না। শুধু সয়াবিন তেল নয়, বাজারে বেড়েছে সবজি-পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, ডিম, সবজি ও মুরগির মাংস।

শুক্রবার (১৩ মে) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

দাম বৃদ্ধির বিষয়ে সবজি বিক্রেতারা জানান, রমজান ও ঈদের পর সবজির চাহিদা বৃদ্ধি পেয়েছে। রোজায় সবজির চাহিদা কম ছিল। ক্রেতাদের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সবজির দামও বেড়েছে। দাম বাড়ার কারণ হচ্ছে গত কয়েক দিনের বৃষ্টি।

এক পেঁয়াজ বিক্রেতা জানান, মূলত আমদানি বন্ধ থাকায় কেজিতে ৫-১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। একই সঙ্গে বেড়েছে ডিমের দাম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১৫ টাকা। হাঁসের ডিমের ডজন ১৬০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।

অন্যদিকে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। আর খাসির মাংস ৯০০ টাকায়।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি করলা ৯০ টাকা, গাজর ১০০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটোল ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মুলা ৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, টমেটো ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, মটরশুঁটি ১২০ টাকা, চালকুমড়া প্রতি পিস ৫০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

Link copied!