• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

বুয়েটের ২৪ শিক্ষার্থী করোনায় আক্রান্ত 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০৪:০৮ পিএম
বুয়েটের ২৪ শিক্ষার্থী করোনায় আক্রান্ত 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আট হলের ২৪ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান।

অধ্যাপক মিজানুর রহমান, “গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সংক্রমণ বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি।”

হল বন্ধের বিষয়ে তিনি বলেন, “একদম খারাপ অবস্থা না হলে হল খোলা রাখা হবে।”

সংক্রমণ বাড়ায় শনিবার (১৫ জানুয়ারি) থেকে বুয়েটে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। এ সংক্রান্ত ১২ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি দেয় প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই- ২০২১ টার্মের সব লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেস্ট ও ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।
 

Link copied!