করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার ন্যূনতম বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫০ বছর নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনা দুই টিকা গ্রহণকারীরা বুস্টার ডোজ নিতে পারবে। এ ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৫০ বছর করা হয়েছে।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মহামারি করোনভাইরাসের নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ রোধে বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা ৬০ থেকে কমানো হবে। সেই অনুযায়ী বয়সসীমা কমিয়ে ৫০ বছর করা হলো।
২০২১ সালের ডিসেম্বর থেকে দেশে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। ঢাকার নির্দিষ্ট কিছু কেন্দ্রে বয়স্ক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারদের আগে এই টিকা দেওয়া হয়। বুস্টার ডোজ নিতে আবার নতুন করে নিবন্ধন করতে হবে না। প্রথম দুটি ডোজ নেওয়া হয়ে থাকলে এবং প্রথম দুই ডোজ টিকা নেওয়ার ছয় মাস পার হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি পূর্বের টিকাকেন্দ্র থেকে একটি এসএমএস পাওয়া যাবে। এসএসএসে উল্লেখ করা তারিখ অনুযায়ী পূর্বের সেন্টারে গিয়ে বুস্টার ডোজ নেওয়া যাবে।
এছাড়াও সুরক্ষা অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিয়ে যাওয়া যাবে। নতুন করে টিকা কার্ড ডাউনলোড দেওয়া সহজ। সুরক্ষা অ্যাপ কিংবা ওয়েবসাইটে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ দিয়ে ডাউনলোড করতে পারবেন।