• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিধিনিষেধের প্রজ্ঞাপন দুয়েকদিনেই : স্বাস্থ্য সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৯:৪২ পিএম
বিধিনিষেধের প্রজ্ঞাপন দুয়েকদিনেই : স্বাস্থ্য সচিব
ফাইল ছবি

ওমিক্রন নিয়ন্ত্রণে আগামী দুয়েকদিনের মধ্যেই বিধিনিষেধের প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মো. লোকমান হোসেন মিঞা। দেশে এখন পর্যন্ত ওমিক্রনে ১০ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান।

বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন, “প্রজ্ঞাপন যেকোনো সময় হতে পারে। আর বিধিনিষেধ নিয়ে প্রজ্ঞাপন হয়তো আজকে কালকের মধ্যেই পেয়ে যাবেন।”

নতুন করোনার রোগীরা ওমিক্রনে আক্রান্ত কিনা জানা না গেলেও দেশে গত এক সপ্তাহ ধরেই শনাক্ত রোগী বেড়েছে। তারই প্রেক্ষিতে গত ৩ জানুয়ারি ওমিক্রন প্রতিরোধে এক বিশেষ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

Link copied!