• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৪ রমজান ১৪৪৬

বিদ্যুৎ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানালেন প্রতিমন্ত্রী


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ০৯:২৮ পিএম
বিদ্যুৎ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানালেন প্রতিমন্ত্রী

আগামী এক মাস পর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেছেন, “১২ বছরে দেশে বহু ইন্ডাস্ট্রি হয়েছে। ঘরে ঘরে গাড়ি, প্রতিটি ঘরে বিদ্যুৎ, জায়গায় জায়গায় কলকারখানা হয়েছে। এ জন্য আমাদের প্রচুর বিদ্যুতের চাহিদা সৃষ্টি হয়েছে। তাই আমাদের সাশ্রয় হতে হবে।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঘাত সারা বিশ্বে ন্যায় আমাদের দেশেও লেগেছে জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, “আমাদের ভাবতে হবে ক্ষরার সময়ও রাত ১২টার পর সারাদেশে সাড়ে ৩ লাখ পাম্প চলে নিরবিচ্ছিন্নভাবে। আরেকটা মাস অপেক্ষা করুন। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। ৫ ডলারের গ্যাস এখন ৫৭ ডলারে গিয়ে থেমেছে। যেখানে জার্মানের মতো দেশে ২০% গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে,  ইউরোপের অনেক দেশে বিদ্যুৎ সমস্যায় ভুগছে, সে তুলনায় আমরা অনেকে ভালো আছি।”

শুক্রবার (২৬ আগস্ট) বিকালে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিএনপি-জামায়াত আড়াই কোটি নকল ভোটে জয়লাভ করে ২০০১ সালে ক্ষমতায় এসে জোর করে ৭ বছর ক্ষমতায় ছিল। আর এ ৭ বছরে তারা দেশকে দুর্নীতিতে ৩ বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। কিন্তু তারা আজ বড় বড় কথা বলে।”

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, ঢাকা জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাজী মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আসরারুল হাসান আসু জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাকুর হোসেন শাকু, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি।

এ ছাড়াও আওয়ামী লীগ নেতা আসাদ হোসেন টিটু, জাকির আহমেদ, দক্ষিণ যুবলীগ নেতা মাহমুদ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Link copied!