• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিক-কর্মচারীর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৪:৩৮ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিক-কর্মচারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি দোকানে ওয়েল্ডিং কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিক ও কর্মচারীর মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন- মালিক আরিফুল ইসলাম সোহেল (২৮) এবং কর্মচারী জাহাঙ্গীর হোসেন (৩২)।

রোববার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতদের সহকর্মী তারেক বলেন, “আমরা মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করি। আজ দুপুরে মালিক সোহেল এবং কর্মচারী জাহাঙ্গীর গ্রিল ঝালাই করছিলেন। হঠাৎ মালিকসহ তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মালিক বর্তমানে সাঁতারকুল তালতলা এলাকায় থাকে। জাহাঙ্গীরের বাড়ি মুন্সিগঞ্জ জেলার নবাবগঞ্জ থানার বক্তনগর গ্রামে বলে জানান তারেক।

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “বাড্ডার সাঁতারকুল এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে নিয়ে এসেছিল কয়েকজন। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”

আমরা বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি বলে জানান তিনি।

Link copied!