• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বাস উল্টে পথচারী নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২২, ১২:১০ পিএম
বাস উল্টে পথচারী নিহত

রাজধানীর বনানীর ঢাকা-ময়মনসিংহ সড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে রঞ্জু শেখ (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টো পাশে এ ঘটনা ঘটে।  

নিহত রঞ্জু শেখ একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক-হেলপার বা অন্য কোনো যাত্রীকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Link copied!