• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাসে ডাকাতি চক্রের আরও ৬ সদস্য গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৯:৩২ পিএম
বাসে ডাকাতি চক্রের আরও ৬ সদস্য গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর আব্দুল্লাহপুর থেকে দূরপাল্লার বাসে ওঠা চিকিৎসকসহ যাত্রীদের নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর আগে রোববার ওই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও। এ নিয়ে চক্রটির ১৪ জন সদস্যকে গ্রেফতার করা হলো। 

ডাকাত চক্রের সদস্যরা হলেন : মজিদ, রাসেল, নাঈম, রফিক, আলমগীর ও মহিবুল।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির (ডিবি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শাহাদাত হোসেন সুমা।

মো. শাহাদাত হোসেন বলেন, “সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত ২০ জানুয়ারি ওই ছয়জন বাসে ডাকাতির ঘটনায় জড়িত ও ওই চক্রের সক্রিয় সদস্য। ছয় ডাকাত সদস্যকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা গেলে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।”

এর আগে গত ২০ জানুয়ারি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম ঢাকা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসে উঠেন। ওই বাসেই যাত্রী বেশে উঠে পড়ে ডাকাত দল। পরে তাকেসহ অন্য যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। রাতভর তাদের মারধর করে ডাকাতরা সঙ্গে থাকা টাকা, ক্রেডিট কার্ডসহ সব কিছু ছিনিয়ে নেয়।

Link copied!