• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাবা-মায়ের পর চলে গেল ছোট্ট ফাতেমাও


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ১১:৫৩ এএম
বাবা-মায়ের পর চলে গেল ছোট্ট ফাতেমাও

রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্রিজের কমপ্রেসর বিস্ফোরণে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যুর পর এবার তাদের একমাত্র শিশুকন্যা ফাতেমা (২) আক্তারও মারা গেছে।

সোমবার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (২৫ এপ্রিল) ভোরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটির বাবা আবদুল করিম (৩০) ও মা মোছা. খাদিজা আক্তার (২৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন জানান, ফাতেমার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

গত ২০ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের চারতলা বাড়ির নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের হাসপাতালে নিয়ে যান বাড়িটির তৃতীয় তলার ভাড়াটে মোহাম্মদ হাসান।

মোহাম্মদ হাসান জানান, ভোররাতে খাদিজা সাহরি করতে উঠেছিলেন। ওই সময় চুলা জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। বাসার ভেতরে থাকা তিনজনই দগ্ধ হন। এরপর তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই সময় বাসার ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থায় দেখা যায়। ধারণা করা হয়,  ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ থেকেই এ ঘটনা ঘটতে পারে।

Link copied!