• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬
পতাকা বিতর্ক

বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০২:৪৬ পিএম
বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মিরপুরে অনুশীলনের সময় পাকিস্তানের জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক অধিনায়ক ও কোচসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালতে এ মামলার আবেদন করা হয়।

মামলার অপর আসামিরা হলেন সাকলায়েন মোশতাক, বাবর আজম, মনসুর রানা, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতেকার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলাম।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে ১৩ নভেম্বর বাংলাদেশে এসেছে পাকিস্তান। ১৫ নভেম্বর অনুশীলনে নামে সফরকারীরা। অনুশীলনে পাকিস্তানের জাতীয় পতাকা ওড়ায় তারা। বিষয়টি নিয়ে দেশে সমালোচনা ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পাকিস্তানী পতাকা ওড়ানোর প্রতিবাদ করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!