• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে ভোজ্যতেল ক্যানোলা আমদানির প্রস্তাব কানাডার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২২, ০৯:৫৭ পিএম
বাংলাদেশে ভোজ্যতেল ক্যানোলা আমদানির প্রস্তাব কানাডার

বাংলাদেশে ভোজ্যতেল ক্যানোলা আমদানির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার ড. লিলি নিকোলস। তিনি বলেছেন, “কানাডার ক্যানোলা ভোজ্যতেল বাংলাদেশে রপ্তানির সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকারি পর্যায়ে টিসিবির মাধ্যমে ক্যানোলা আমদানি করতে পারে। এক্ষেত্রে তার সরকার সবধরনের সহযোগিতা করবে।”

বুধবার (১১ মে) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সচিবালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের সঙ্গে কানাডা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জানিয়ে ড. লিলি নিকোলস বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক খুব ভালো। উভয় দেশের ব্যবসায়ীরা পারস্পারিক দেশ সফর করে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারে।”

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ ভোজ্যতেল আমদানি করে। তাই কানাডায় উৎপাদিত ভোজ্যতেল ক্যানোলা বাংলাদেশে জনপ্রিয় হওয়ার সুযোগ রয়েছে।”

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ক্যানোলা ভোজ্যতেল উৎপাদন কারখানা স্থাপনের জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়ে টিপু মুনশি বলেন, “সেক্ষেত্রে বাংলাদেশে ক্যানোলা তেল উৎপাদন করে, এদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর পার্শ্ববর্তী দেশে রপ্তানিও করা যাবে।”

Link copied!