• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশে আসছেন ডেনমার্কের রাজকুমারী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ১১:৩৫ এএম
বাংলাদেশে আসছেন ডেনমার্কের রাজকুমারী

বাংলাদেশ সফরে আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। ২৫ এপ্রিল তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার (২০ এপ্রিল) কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডেনমার্কের রাজকুমারী। এই সফরের প্রথম দিনই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে কক্সবাজার যাবেন।

সফলকালে ডেনমার্কের রাজকুমারী সাতক্ষীরাও ভ্রমণ করবেন। জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশে ওপর কী প্রভাব পড়ছে, তা দেখবেন। এরপর সুন্দরবন ভ্রমণে যাওয়া কথা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানায়।

তিন দিনের সফর শেষে ২৮ এপ্রিল রাজকুমারীর নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে বলেও জানা যায়।

Link copied!