• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশের পতাকা নামাল পাকিস্তান হাইকমিশন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২২, ০১:৫৭ পিএম
বাংলাদেশের পতাকা নামাল পাকিস্তান হাইকমিশন

আলোচনা-সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা নামিয়েছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।

রোববার (২৪ জুলাই) দুপুরের দিকে পাকিস্তান হাইকমিশন কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা তুলে ফেলে।

এর আগে, বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কাভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনা-সমালোনা শুরু হয়।

এরপর শনিবার (২৩ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক পেজ থেকে পতাকার ছবি নামিয়ে নিতে বলা হয়। এর প্রেক্ষিতে রোববার দুপুরে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলা হয়।

Link copied!