• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছিলার ‘জঙ্গি আস্তানা’ থেকে একজন আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৯:৩০ এএম

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। অভিযানে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

এএসপি আ ন ম ইমরান খান জানান, জঙ্গি সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বসিলার ব্লক -এ'র ৪ নম্বর সড়কের চার তলা বাড়িটিতে র‍্যাবের ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা প্রবেশ করেছে। সড়কে সাধারণ মানুষের চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। 

এর আগে আ ন ম ইমরান খান জানান, ভোররাত থেকে বছিলার বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব-২। গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়েছে। আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সহকারী পরিচালক আরও জানান, র‌্যাব-২ এই অভিযানে গেলেও তাদের সহায়তা করছে সদর দপ্তর। বিস্তারিত দুপুর ৩টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।

Link copied!