• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

বটতলা বস্তিতে পুড়লো ১৮০ ঘর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৮:৪৭ এএম
বটতলা বস্তিতে পুড়লো ১৮০ ঘর

রাজধানীর হাজারীবাগের বটতলা বাজার এলাকায় বস্তিতে আগুনে ১৮০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান।

বুধবার (৩১ আগস্ট) রাতে এসব তথ্য জানান বস্তির বাসিন্দা ও ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে তিনটি গলির ১৮০টি ঘর পুড়ে যায়।

হাজারীবাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুস শহীদ বলেন, “আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

 

Link copied!