• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরের প্রথম কার্যদিবসেই সূচকের উত্থান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৪:৫২ পিএম
বছরের প্রথম কার্যদিবসেই সূচকের উত্থান

নতুন বছরের প্রথম কার্যদিবস রোববার (২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। 

এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

তথ্য মতে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৪৮ পয়েন্ট বা ১.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮৫৩.১৩ পয়েন্টে। 

এছাড়া অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৮.০৫ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৩১.৪৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪.২৫ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫২৩.৭৮ পয়েন্টে।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ২৯৪টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি শেয়ার দর। 

ডিএসইতে এদিন ৮৮৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৩২ কোটি টাকার বেশি। 

Link copied!