• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধু সাফারি পার্কে অসুস্থ আরও দুটি জেব্রা 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৩:৪৬ পিএম
বঙ্গবন্ধু সাফারি পার্কে অসুস্থ আরও দুটি জেব্রা 

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়েছে। গত ২২ দিনে ৯ জেব্রার মৃত্যু হয়েছে। 

শনিবার (২৯ জানুয়ারি) পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে,বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও দুটি জেব্রা অসুস্থ পড়েছে। মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা প্রদান এবং এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার তারা জরুরি সভা করবেন।

মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এ বি এম শহীদুল্লাহ, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি মো. নুর আলী খান এবং সাফারি পার্কের ভেটেরেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।

Link copied!