• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফের ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৯:২৪ পিএম
ফের ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রতিবাদে আবারও পাঁচদিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে স্মারকলিপি প্রদান ও প্রতীকী অনশন।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, “নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আগামী ২২ মার্চ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে। পরে ২৪ মার্চ ঢাকা ছাড়া সব মহানগরে ও ৩০ মার্চ সব জেলা সদরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করা হবে।

এছাড়া আগামী ৩১ মার্চ উপজেলা পর্যায়ে ও ২ এপ্রিল ঢাকা মহানগরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করা হবে। তবে ঢাকায় কোথায় অনশন কর্মসূচি পালন করা হবে, তা পরে জানানো হবে।

এর আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে টানা ১২ দিন কর্মসূচি পালন করে বিএনপি। জেলা পর্যায়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

Link copied!