• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ফের ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নারী নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ১০:৪৬ এএম
ফের ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নারী নিহত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন।

নিহত ওই নারীর নাম নাসরিন। তার স্বামীর নাম মো. শিপন।

গত কয়েক মাসে দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

এসআই সোনিয়া পারভীন বলেন, “রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার ১৩ নম্বর সড়ক দিয়ে নাসরিন হেঁটে যাচ্ছিলেন। এ সময় ডিএসসিসির ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় নাসরিনকে খিদমাহ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”

নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি, সুরতহাল ছাড়াই তারা লাশ নিয়ে গেছেন বলে জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম।

দুর্ঘটনার পর ময়লাবাহী গাড়ির চালক বকুল মিয়াকে আটক করেছিল পুলিশ। কিন্তু ভুক্তভোগীর পরিবার কোনো অভিযোগ না দেওয়ায় চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

গত কয়েক মাসে রাজধানীর দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন নিহত ও আহতের ঘটনা ঘটেছে।

রাজধানীর গুলিস্তান এলাকায় গত বছরের ২৪ নভেম্বর ডিএসসিসির এক ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হন।

পরের দিন ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো পাশে প্রাণ হারান সাংবাদিক আহসান কবির খান। ২ ডিসেম্বর ডিএনসিসির ময়লার গাড়ি যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে আরজু বেগম নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা আহত হন।

২৩ ডিসেম্বর ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। ৬২ বছর বয়সী স্বপন কুমার থাকতেন গেণ্ডারিয়ায়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

শিখা রানী নামের এক পরিচ্ছন্নতাকর্মী গত ২২ জানুয়ারি রাজধানীর মহাখালীতে ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান।

গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর গাবতলীতে ময়লার গাড়ির চাপায় পা থেঁতলে যায় এক যুবকের।

Link copied!