• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ফের করোনায় আক্রান্ত মেয়র আতিক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৮:৫৩ এএম
ফের করোনায় আক্রান্ত মেয়র আতিক

দ্বিতীয়বারের মতো সপরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মেয়রের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরিবারসহ তিনি নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সপরিবার মেয়র আতিকুল ইসলাম বাসায় করোনার চিকিৎসা নিচ্ছেন। ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তিনি হাসপাতালে ভর্তি হবেন। 

মেয়র মো. আতিকুল ইসলাম, নিজের ও পরিবারের সুস্থতার জন্য সবার কাছে কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে সবাকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

২০২০ সালের শুরুর দিকে উত্তরের সিটি মেয়র আতিকুল ইসলাম প্রথমবার সপরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Link copied!