প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ফাল্গুনী ডটকমের সিইও মো. পাভেল হোসেনকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব-৪। তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
এএসপি আ ন ম ইমরান খান বলেন, “প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ফাল্গুনী ডটকমের সিইও মো. পাভেল হোসেনকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।