ফটো সাংবাদিক দিদারুল আলম আর নেই


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৭:১৫ পিএম
ফটো সাংবাদিক দিদারুল আলম আর নেই

বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম অফিসের আলোকচিত্রী দিদারুল আলম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দিদারুল আলম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি। এক মাস আগে তিনি করোনা আক্রান্ত হলেও করোনা থেকে সেরে উঠেছিলেন।

বুধবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ আইসিউতে হাইফ্লোনেজাল দেওয়া হলেও শেষ পর্যন্ত আর জ্ঞান ফেরেনি তার। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য শুভার্থী সহকর্মী স্বজন রেখে যান। 

তার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম রিপোর্টাস ফেরাম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!