প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শামসুল আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৯:০৭ পিএম
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শামসুল আলম

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শামসুল আলম।

রোববার (১৮ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তবে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল ইসলাম, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

২০২০ সালে অর্থনীতিতে একুশে পদক পাওয়া এ অর্থনীতিবিদ টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হলেন।

সদ্য সাবেক এ সিনিয়র সচিব দীর্ঘ ১২ বছর চুক্তিভিত্তিক জিইডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়।

শামসুল আলমকে নিয়ে বর্তমান সরকারের প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল ২০। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী আছেন ২৬ জন এবং উপমন্ত্রী আছেন ৩ জন।

Link copied!