• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

পুলিশ-ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৯:২৯ পিএম
পুলিশ-ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
ছবি: সংগৃহীত

রূপনগর থানায় ছাত্রদলের কর্মী সভায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষনিক এক বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

এ সময় পুলিশ মিছিলে অতর্কিতভাবে লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ করেছেন সংগঠন।

পরে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এই হামলা ছাত্রদলের ১০ থেকে ১২জন কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‍“নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে। এ সময় পুলিশের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার হয়েছে।”

এ সময় পুলিশের হামলায় ছাত্রদলের ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন ফজলুর রহমান খোকন।

এ বিষয়ে জানতে চাইলে নামপ্রকাশে অনিচ্ছুক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দায়িত্বরত এক পুলিশ কর্তকর্তা বলেন, “এই ঘটনায় ছাত্রদলের তিনজন কর্মীকে আটক করা হয়েছে।”

এদিকে এ ঘটনার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এছাড়া সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদেরকেও কার্যালয়ের আশপাশে দেখা গেছে।

Link copied!