• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে হামলা ও আগুন, মাইকিং করে লোক জড়ো : র‌্যাব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০১:৫২ পিএম

রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর গ্রামে জেলেপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত অন্যতম হোতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগেরদিন রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার মো. রাশেদুল হকের ছেলে মো. সৈকত মণ্ডল (২৪) ও তার সহযোগী একই এলাকার মো. মোসলেম উদ্দীনের ছেলে মো. রবিউল ইসলাম (৩৬)।

সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ১৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর গ্রামের জেলে পল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় দায়ের করা ৩টি মামলার প্রেক্ষিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩। তাদের জিজ্ঞাসাবাদে হামলায় নেতৃত্বদান ও ঘটনা সংগঠিত করা ব্যক্তিদের সম্পর্কে জানা যায়। তারই ধারাবাহিকতায় এই ঘটনার অন্যতম হোতা সৈকত ও তার সহযোগী রবিউলকে গ্রেপ্তার করা হয়।

কমান্ডার খন্দাকার আল মঈন আরও জানান, গ্রেপ্তারকৃতরা জেলে পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তারা জানায়, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা ওইদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মাইকিং করে মানুষ জড়ো করা এবং জেলে পল্লীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

র‌্যাবের এই পরিচালক আরও জানান, ঘটনার দিন সৈকত সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে স্থানীয় মানুষজনকে উত্তেজিত করে তোলে। এরপর জেলে পল্লীতে হামলা ও অগ্নিসংযোগেও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে। এমনকি সে গ্রেপ্তারকৃত রবিউলকে মাইকিং করে লোকজন জড়ো করতেও নির্দেশনা দিয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এই ঘটনার পর সে আত্মগোপনে চলে যায়।

গ্রেপ্তারকৃত রবিউলের বিষয়ে কামন্ডার খন্দকার আল মঈন জানান, রবিউল পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম উস্কানিদাতা। তিনি জেলে পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের উদ্দেশে মাইকিং করে উস্কানিমূলক বক্তব্য দেন। মিথ্যাচার করে গ্রামবাসীকে উত্তেজিত করে তোলে এবং হামলার জন্য জড়ো করে। গ্রেপ্তারকৃত সৈকতের নির্দেশনায় তিনি এই হামলায় সশরীরে অংশগ্রহণ ও নির্দেশন দেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ঘটনার পর তিনিও আত্মগোপনে চলে যান।

Link copied!