• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৩:৫৫ পিএম
পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগ থানার আনন্দ বাজার এলাকার ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক একদিন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। তবে নবজাতকটির নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির বলেন, “সকালে আমরা খবর পেয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই।”

নাসির আরও বলেন, “কে বা কারা পলিথিনে করে ময়লার স্তূপের উপর অজ্ঞাত নবজাতককে ফেলে যায়। আমরা আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম কাউকে ফেলে যেতে দেখেছে কি না কেউ কিছু বলতে পারেনি।”

তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Link copied!