ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকের তালিকা প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার বিকালে র্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এগুলো প্রদর্শন করা হয়। তালিকা অনুসারে দেখা যায়, আটক শামসুন নাহার স্মৃতি ওরফে স্মৃতি মনি ওরফে পরীমনি’র (৩১) বাসা থেকে ১৯টি বিদেশি মদের বোতল, ৪ গ্রাম আইস, ১ ব্লট এলএসডি, ১টি বং পাইপ জব্দ করেছে র্যাব।
এর আগে বুধবার বিকালে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয় র্যাব সদর দপ্তর থেকে। এ সময় তার বাসা থেকে মাদক জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
এর আগে খন্দকার আল মঈন বলেন, “সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বাসায় র্যাব অভিযান পরিচালনা করেছে।”
অভিযানের আগে যখন আইনশৃঙ্খলা বাহিনী তার বাসা ঘিরে রাখে, তখনই তিনি ফেসবুকে লাইভে আসেন। নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে বাঁচার জন্য পরিচিতজনদের কাছে আকুতি জানান। যদিও সেই সময় তিনি দাবি করেন, পুলিশ পরিচয়ে তার বাসায় অন্য কেউ হামলা চালাচ্ছেন।
ফেসবুক লাইভে পরীমনি বলেন, “পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি দরজা ধাক্কাচ্ছেন। তাদের কেউ সাদা পোশাকে, কেউ কালো পোশাকে আছেন। ভাঙচুর করছেন। খুব বাজে ব্যবহার করছেন। কোন থানা থেকে এসেছেন জানতে চাইলে, তারা কোনো থানার নাম বলতে চাইছেন না।”
এদিকে অভিযানে থাকা র্যাবের সদস্যরা ছাড়া বাসার ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীরা বারবার চেষ্টা করেও ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন। বাসার প্রধান গেটে তালা লাগিয়ে অভিযান পরিচালনা করছে র্যাব।