• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

‘পরীমনির অবৈধ কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৫:১৮ পিএম
‘পরীমনির অবৈধ কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ বলেছেন, “আমাদের কাজটাই হচ্ছে, সমাজের অস্থিরতা দূর করা।” 

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন-অর-রশিদ এ কথা বলেন। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম-কমিশনার বলেন, “ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির অবৈধ কাজের সহযোগীদের নাম পাওয়া গেছে।”

হারুন অর রশিদ বলেন, “আমাদের তদন্তে যে জিনিসটি এসেছে, যারা অবৈধভাবে ব্যবসা করে বা মাদক ব্যবসা করে এই সমাজে প্রতিপত্তির মালিক হয়েছেন, ওরা অথবা ওদের সন্তানরাই রাতের বেলা অসংখ্য নারীদের নিয়ে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন বাসায় গিয়ে তারা এই ধরনের বেহায়াপনা কাজটি করছেন, এটা আমরা মনে করি।

ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার আরও বলেন, “আমাদের পরিষ্কার কথা, যারা মাদক এবং ইয়াবাসহ বিভিন্ন ব্যবসাকে কেন্দ্র করে সমাজে আজকে অস্থিরতা সৃষ্টি করেছেন, আমাদের কাজটাই হচ্ছে, ওই সকল অস্থিরতা দূর করতে সমাজের উচ্চবিত্ত যারা তথাকথিত বড়লোক হয়েছেন, বিভিন্ন অবৈধ ব্যবসা করে, আমরা তাদের সকলকে আইনের আওতায় আনব।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!