পদ্মা সেতুর নাট খোলার ভিডিও আপলোড বায়েজিদ নামের সেই যুবককে আটক করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। রোববার (২৬ জুন) বিকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায,পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করেছেন এক যুবক। কাইসার ৭১ (Kaisar71) নামক একটি টিকটক একাউন্টের লোগো লাগানো ৩৬ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়। যা নিয়ে শুরু হয় সমালোচনা।
বিষয়টি আইনশৃঙ্খলাবাহিনীর নজরে এলে তাকে ধরতে অভিযান শুরু হয়। এরপর তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর দিয়ে লোহার রেলিংয়ের দুইটি নাট খুলছেন। এই নাট দুইটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডান হতে নেন এবং আবার বাম হতের ওপর রাখেন।
নাট দুটি খুলে হাতের ওপর রেখে বলেন—‘এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।’ এসময় পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘নাট খুলে ভাইরাল করে দিয়েন না।’