• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নয়াপল্টনে হবে বিএনপির গণ-অনশন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০১:৪২ পিএম
নয়াপল্টনে হবে বিএনপির গণ-অনশন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করবে দলটি। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণ-অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “আমরা বেশ কয়েকবার কর্মসূচির অনুমতি চেয়েছি। তবে আমাদের কোনো জায়গা দেওয়া হয়নি। এ জন্য দেশনেত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে গণ-অনশন কর্মসূচি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আশা করছি, আপনারা সবাই থাকবেন। সবাইকে গণ-অনশন কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এ সময় বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, “আইনে সুযোগ থাকলেও সরকার ইচ্ছে করে খালেদা জিয়াকে বিদেশ যেতে অনুমতি দিচ্ছে না।”

ন্যাশনাল পিপলস্ পার্টির-এনপিপির (একাংশ) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় 'নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি' জানানো হয়।

Link copied!