• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

নয়াপল্টনে বিএনপির সমাবেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০২:১৯ পিএম
নয়াপল্টনে বিএনপির সমাবেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় সমাবেশ শুরু হয়। এতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত আছেন।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দুপুর একটার আগেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।

দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। সমাবেশের সভাপতিত্বে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত হওয়ার কথা রয়েছে।

সমাবেশে বিএনপির নেতাকর্মীরা দাবী করেন, যেকোনো শর্তে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 

এদিকে এই সমাবেশের কারণে নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সমাবেশ স্থলে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

Link copied!