• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ১১:৪৩ এএম
নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ফাঁকা বুলেট ছোড়ে। নেতা-কর্মীরাও পুলিশের উদ্দেশে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন।

পুলিশ জানান,  দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। সমাবেশ শেষে বিএনপির নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। এ সময় তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে। প্রতিবাদে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে। ফাঁকা গুলি ও টিয়ারশেলের মাধ্যমে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সেখানে উপস্থি পুলিশ কর্মকর্তা আরও জানান, বিএনপির নেতা-কর্মীরা মিছিল করবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু তারা মিছিল করে এবং সেখান থেকে ইট-পাটকেল ছোড়ে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা-কর্মীরা মিছিলের মাঝে অবস্থান করছিলেন। কিন্তু সংঘর্ষের সময় তাদের কাউকে সেখানে দেখা যায়নি।

পুরো এলাকায় পরিস্থতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতা-কর্মীরা। তারা নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে সমাবেশ করতে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। এসময় তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দেন।

Link copied!