• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপর উঠে গেল বাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ১২:০৯ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ওপর উঠে গেল বাস

রাজধানীর খিলক্ষেতে আইল্যান্ড ভেঙে একটি মাইক্রোবাসের ওপর উঠে গেছে এনা পরিবহনের একটি বাস।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় হোটেল লা মেরিডিয়ানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক।

সাইফুল মালিক জানান, সকাল ৯টার দিকে এনা পরিবহনের বাসটি মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেট যাচ্ছিল। কিন্তু খিলক্ষেতে এটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

এ ঘটনায় মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন। এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

Link copied!