• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
লঞ্চে আগুন

নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৩:৩২ পিএম
নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এতে নিহতদের পরিবারকে ৫০ লাখ এবং গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। 

একইসঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে রিটে বিচার বিভাগীয় তদন্তের জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। আগামীকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

এর আগে গত ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চটিতে আগুন লাগে। তখন লঞ্চটি ঝালকাঠি শহরের কাছাকাছি সুগন্ধা নদীতে ছিল। এতে দ্রুতই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে।

এছাড়া শীতের রাত হওয়ায় লঞ্চের অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩৭ জনেরই বাড়ি বরগুনায়। 

এছাড়া আহত রয়েছেন শতাধিক যাত্রী। আর কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!