চতুর্থ ধাপে ৮৪২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও তিনটি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে রোববার (২৬ ডিসেম্বর)। বিভিন্ন স্থানে অনিয়ম ও সহিংসতা দেখা গেছে। প্রতিনিধিদের খবরে জানা গেছে নির্বাচনী সহিংসতায় তিন জেলায় তিনজন নিহত হয়েছেন।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে ভোটের ফলাফল দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গুলিতে হামিদুল ইসলাম (৬৪) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে ভোট গণনা শেষে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায়।
হামিদুল ইসলাম রাজাগাঁও ইউনিয়নের তছির উদ্দিনের ছেলে। আহত একজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, বিকেলে ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব বাধে। এ সময় একটি পক্ষ পুলিশের ওপর চাড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে হামিদুর ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি নিহত হন।
ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, মেম্বার প্রার্থীর নির্বাচনী ফলাফল নিয়ে দ্বন্দ্বের জেরে সরকারি কাজে বাধা দেয় একটি পক্ষ। তখন প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশ গুলি ছুড়লে একজন মারা যান। মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সিলেট
গোলাপগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় আব্দুস সালাম (৫৪) নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের রামপা গ্রামের মৃত মখলিস মিয়ার ছেলে।
রাতে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
স্থানীয়রা জানান, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা নিয়ে উত্তেজনার সূত্রপাত হয়। ভোট গণনা শেষে ফুলবাড়ি ইউনিয়নে বিজয়ী হন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হানিফ খান। ফলাফল ঘোষণার পরই চশমা প্রতীকের প্রার্থী এমরান হোসেনের সমর্থকরা নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রাত ৮টার দিকে সিলেট-গোলাপগঞ্জ সড়কের বৈটিকর এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পুলিশ অবরোধ সরানোর চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় বৈটিকর বাজারের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে স্থানীয় একটি গ্যারেজের মেকানিক আব্দুস সালাম গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ হয়ে আব্দুস সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের ওসমানী হাসপাতাল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. জনি চৌধুরী।
তিনি জানান, সোমবার ময়নাতদন্ত শেষে আব্দুস সালামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পটুয়াখালী
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউপি নির্বাচনে ভোট পুনর্গণনার দাবিতে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক (৪০) সদস্য প্রার্থী মো. জিয়াউর রহমানের (ভ্যানগাড়ি) সমর্থক।
আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে চতুর্থ ধাপের নির্বাচন শেষে সচিব এ কথা বলেন।
শুধু এই ধাপের নির্বাচনই নয় আগের তিন ধাপসহ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপে নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন কাউন্টিং চলছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। মোট ভোট কেন্দ্র ছিল ৯ হাজার ২২৪ টি। সেই হিসেবে ভোট কেন্দ্রের তুলনায় স্থগিত ভোটকেন্দ্রের হার দশমিক ১৬ শতাংশ।
সচিব বলেন, “সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দ মুখর পরিবেশে ভোট হয়েছে, জনগণের সম্পৃক্ততা ছিল, তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশী আশা করছি।”
ভোট গ্রহণকালীর প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন। এসময় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৬৩ জন আটক হয়েছে। ৫ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে।
সার্বিক বিবেচনায় আমরা বলতে পারি একটা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। আমরা আশা করছি কাউন্টিং শেষ হলেও ফলাফল পেয়ে যাব, তিনি বলেন।
এ পর্যন্ত চার ধাপের ভোট হয়েছে, তার মধ্যে কোন ধাপে সবচেয়ে সুষ্ঠু হয়েছে এমন প্রশ্নে ইসি সচিব বলেন, 'এক কথায় বলতে চাই, সবসময়ই ভোটারদের উপস্থিতি একেবারেই আশাব্যঞ্জক ছিল। সার্বিকভাবে বলবো, এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যখন কোন নির্বাচন করি, তখন আমরা যদি দেখি এই দিকটাতে আরও জোর দেয়া দরকার তখন আমরা জোর দেই। তাই যত সামনের দিকে যাবো, নির্বাচন তত ভালো হবে।'