• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

‘নিরাপত্তা প্রশ্নে নির্ভরশীল বাংলাদেশ-ভারত’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০৩:২৮ পিএম
‘নিরাপত্তা প্রশ্নে নির্ভরশীল বাংলাদেশ-ভারত’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫০ বছরের সম্পর্কের ভিত্তিতে আগামী দিনগুলোতে কিভাবে সম্পর্কোন্নয়ন করা যায়- তা নিয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উভয় দেশের পররাষ্ট্র সচিব। 

এ সময় করোনা পরিস্থিতি যৌথভাবে মোকাবিলার ওপর জোর দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, “বাংলাদেশ কখনই নিরাপদ থাকবে না, যদি ভারত নিরাপদ না থাকে। একই কথা ভারতের জন্যও তা প্রযোজ্য।”

সাংবাদিকদের মাসুদ বিন মোমেন বলেন, “ভারতের সঙ্গে বহুমাত্রিক ইস্যু রয়েছে। আর পেন্ডিং ইস্যুগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায়- তা নিয়ে আলোচনা হয়েছে। সামনের দিনগুলোতে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, তা নিয়েও আলোচনা হয়েছে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছর মার্চে ঢাকা সফর করেছেন এবং ভারতের রাষ্ট্রপতিও এ মাসেই ঢাকা সফর করবেন। এটি একটি ‘রেকর্ড’ উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, “সোমবার বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস যৌথভাবে পালন করা হয়েছে। এখন স্বর্ণযুগ চলছে। সামনের দিনগুলোতে কানেক্টিভিটি, গ্রিনএনার্জি, টেকনোলজিসহ অন্যান্য বিষয় নিয়ে ভবিষ্যতে কীভাবে অগ্রসর হতে পারি সেটি নিয়েও আলোচনা হয়েছে।”

এ সময় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা বলেন, “আমার সঙ্গে পররাষ্ট্র সচিবের কথা হয়েছে। পাশাপাশি আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করবো। এছাড়া আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবো।”

এছাড়া শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে হর্ষবর্ধন বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্চ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা ডিপ্লোমেটিক চ্যানেলে বিষয়টি নিয়ে আলোচনা করছি। বর্তমানে কোভিড পরিস্থিতি বা ওমিক্রন চলাচলে বাধা। তবে আমরা যত দ্রুত সম্ভব সফরের জন্য অপেক্ষা করছি।”

ভারতের পররাষ্ট্র সচিব আরো বলেন, “ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ স্বাধীনতা যুদ্ধে ভারতের সৈন্য ও বাংলাদেশের মুক্তিযোদ্ধারা একসঙ্গে যুদ্ধ করেছেন। এধরনের ঘটনা সারা বিশ্বে বিরল।

কানেক্টিভিটি নিয়ে এরই মধ্যে অনেক ভালো সহযোগিতা হয়েছে উল্লেখ করে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, 
“সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের পুরোনো ছয়টি রেল কানেক্টিভিটির মধ্যে পাঁচটি পুনঃস্থাপন করা হয়েছে এবং আরেকটি সামনের বছর হবে।”
 

Link copied!