• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিজেকে নিয়ে অপপ্রচারের জবাব দিলেন সোহাগী সামিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৮:০১ পিএম
নিজেকে নিয়ে অপপ্রচারের জবাব দিলেন সোহাগী সামিয়া
লাল কার্ড হাতে শিক্ষার্থী সোহাগী সামিয়া

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নিয়ে ছড়ানো অপপ্রচারের জবাব দিয়েছেন রাজধানীর রামপুরায় নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের একাংশের নেতৃত্ব দেওয়া সোহাগী সামিয়া।

শনিবার (৪ ডিসেম্বর) রামপুরা ব্রিজে নিরাপদ সড়কের দাবিতে ও রাস্তায় চলমান অব্যবস্থাপনার প্রতিবাদে ‌‘লাল কার্ড’ প্রদর্শন ও আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ জবাব দেন।

শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই শিক্ষার্থীকে নিয়ে শুক্রবার (৩ ডিসেম্বর) ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয় অপপ্রচার। ফেসবুকের বিভিন্ন পোস্টে দাবি করা হয়, সোহাগী সামিয়ার বয়স ৩০ বছর। তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা মহানগরের দপ্তর সম্পাদক। স্কুলের পোশাক পরে তিনি শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছেন।

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‍“আমাকে নিয়ে গতকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি ছড়াচ্ছে, আমি নাকি শিক্ষার্থী না, আমি নাকি ৩০ বছর বয়সী একজন মহিলা এবং আমি নাকি স্কুল-কলেজের পোশাক পরে শিক্ষার্থীদের উষ্কানি দিচ্ছি। প্রথমত, আমি বলতে চাই আমাদের ছাত্ররা কোনো রোবট নয়। তাদের প্রত্যেকেরই নিজস্ব চিন্তা আছে, নিজস্ব বোধ-বুদ্ধির জায়গা আছে।”

“দ্বিতীয়ত আমি ৩০ বছরের কোনো মহিলা নই। আমার কাছে আমার আইডিকার্ড আছে। আমি যে এবার এইচএসসি পরীক্ষার্থী, সেটার প্রবেশপ্রত্র, রেজিস্ট্রেশন ফর্ম এবং আমি যে একজন ছাত্র তার সকল কাগজপত্র এখনে হাজির করেছি।” যোগ করেন সামিয়া।

বাম রাজনীতিতে যুক্ত থাকার বিষয়ে সোহাগী বলেন, “আমি বুক ফুলিয়ে বলছি, ২০১৭ সাল থেকে আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট করি। আমি ঢাকা মহানগরের দপ্তর সম্পাদক। আমি এ দেশের নাগরিক, আমার একটা সংগঠন করার অবশ্যই অধিকার আছে। আমি এ দেশের সাধারণ ছাত্র।”

সোহাগী সামিয়া আরো বলেন, “আমি এই আন্দোলনের সঙ্গে শুরু থেকেই যুক্ত আছি। আমার কোনো বক্তব্য, আমার কোনো স্লোগান, আমার কোনো কথায় রাজনৈতিক বক্তব্য টেনে আনিনি সেটা সবাই জানে।”

এ সময় তিনি তার পরিচয়পত্র প্রদর্শনের জন্য সাংবাদিকদের উদ্দেশে তুলে ধরেন।

সম্প্রতি এক দিনের ব্যবধানে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় এক শিক্ষার্থী ও এক সংবাদকর্মী নিহত হওয়ার পর নিরাপদ সড়কসহ ১১ দফা দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ। সর্বশেষ সোমবার (২৯ নভেম্বর) রাতে রামপুরায় যাত্রীবাহী বাস চাপায় স্থানীয় একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার পর সেই আন্দোলন আরো জোরালো হয়। গত পাঁচদিন ধরে রাজধানীর রামপুরায় আন্দোলন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যার একাংশের নেতৃত্ব দিচ্ছেন খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া। হ্যান্ডমাইকে তুলছেন স্লোগানের ঝড়। প্রতিদিনের কার্যক্রম শেষে দিচ্ছেন পরবর্তী দিনের কর্মসূচি।

 

Link copied!