• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

নিখোঁজ কৃষিশ্রমিকের লাশ উদ্ধার


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৯:০৬ পিএম
নিখোঁজ কৃষিশ্রমিকের লাশ উদ্ধার

সুনামগঞ্জে হাওর থেকে আবু শান মিয়া (২৯) নামে নিখোঁজ কৃষিশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

শান মিয়া নেত্রকোনার মদন উপজেলার তালুকখানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর গ্রামের হিরণ খানের বাড়িতে কর্মচারী হিসেবে দীর্ঘদিন ধরে কৃষিকাজ করত আবু শান মিয়া।

প্রতিদিনের মতো গত বুধবার (১ সেপ্টেম্বর) সকালে বাড়ির পার্শ্ববর্তী জামাইকাটা হাওরে নৌকা নিয়ে গরুর জন্য ঘাস আনতে যায় শান মিয়া। কিন্তু এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরে অনেক খোঁজাখুজি করেও কোথাও তাকে পাওয়া যায়নি।

আজ দুপুরে হাওরের পানিতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিন্তু কর্মচারী আবু শান মিয়ার মৃত কিভাবে হয়েছে তা জানা যায়নি। তার রহস্যজনক মৃত্যুর খবর তাৎক্ষনিকভাবে জানাজানি হওয়ার পর থেকে এলাকায় জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, উদ্ধারকৃত লাশের শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর কর্মচারী আবু শান মিয়ার মৃত্যু আসল কারণ জানা যাবে।
 

Link copied!