• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

নিউমার্কেটে সংঘর্ষে নিষ্ক্রিয় ছিল পুলিশ: ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২, ০৬:২৫ পিএম
নিউমার্কেটে সংঘর্ষে নিষ্ক্রিয় ছিল পুলিশ: ফখরুল

নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, “নিউ মার্কেট এলাকায় সরকারের চোখের সামনে ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ হয়েছে। সেটা বন্ধ করার জন্য তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সরকারের কর্মকর্তারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন যে তারা কোনো পক্ষই ছিলেন না, নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন। কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করে তারা এই সংঘর্ষকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছেন। আমরা সবাই জানি, এ ধরনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা সবচেয়ে বেশি দায়ী থাকে।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ ও নিরাপরাধ দুইজনের মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে। সরকার ব্যর্থ হয়েছে এই সহিংসতা ঠেকাতে। তাই মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে।”

জার্মান রাষ্ট্রদূত আখিম টোশারের বক্তব্য সঠিক নয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “এই কথাগুলো উনি সঠিক বলেননি। আমাদের যিনি বক্তব্য রেখেছিলেন, সেই মিটিংয়ের পর তিনি (আমীর খসরু মাহমুদ চৌধুরী) কখনই এ কথা বলেননি। জার্মান রাষ্ট্রদূতকে উদ্ধৃতি করে তিনি কোনো কথা বলেননি। যারা ছিলেন, তারা বিষয়টি জানেন।”

Link copied!